বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ৭ জুলাই ২০২৫

মান্দায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মান্দায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজমকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চককামদেব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, গোলাম আজমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, এস এম গোলাম আজম উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ