বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটাপাটের ঘটনায় শাস্তির দাবি

শরীয়তপুরের গোসাইরহাটে কুচাইপট্টি ইউনিয়নে বেপারি কান্দি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
রোববার দুপুরে কুচাইপট্টি বাজারে বেপারি কান্দির ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও কুচাইপট্টি ইউনিয়নের সর্বস্থরের পেশাজীবির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ১৫ মে ২০২৫ সেরু মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবককদল নেতা কাশেম মুতাইতকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাদল গাজীর নেতৃত্বে জসিম মুতাইত রেজাউল বেপারী, দুলাল মুতাইসহ অনেকেই বেপারি কান্দিতে অগ্নিসংযোগ ও ও লটপাট চালায়।
এসময় গ্রামের প্রায় ৯০টি বাড়ি থেকে ২০০ ভরি স্বর্ণ ৫৩২টি গরু ও ৫০ হাজার মন সয়াবিন ও ৬৫টি ফ্রিজ নিয়ে যায়। ১৮টি ঘরসহ পুড়ে যায় সরকারি বিদ্যুতের পুল সহ অনেক মিটার। তবে এ ঘটনার নেতৃত্ব দেয়ার বিষটি অস্বীকার করেছেন বিএনপি নেতা বাদল গাজী।