বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সরিষাবাড়িতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়িতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এই ঘটনা ঘটে।

ভাটারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভেটেনারি ঔষুধ বিক্রেতা মোঃ মোশারফ হোসেন(মোফাজ্জল)এর  বড় ছেলে মোঃ সিফাত আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু বরণ করে। সিফাত ভাটারা এ. আর. খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সাথে বসে থাকার সময়  হঠাৎ বজ্রপাত হলে সিফাত আহত হয়।পরে ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় এলাকাবাসী, আত্মীয়স্বজন ও সিফাতের বন্ধুমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সদ্য সংবাদ/এসএইচ