শরীয়তপুরে আপন চাচির হাতে শিশু তায়েবা খুন! চাচি সহ গ্রেফতার ৩

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে শিশু তায়েবা হক হত্যার ঘটনায় প্রধান আসামি তার আপন চাচি আয়েশা বেগম(৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার সকালে তাইয়েবা হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সখিপুর থানা ঘেরাও করে আসামীর নাম প্রকাশের দাবি জানান।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনায় তায়েবা হকের বাবা টিটু সরদার বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আয়েশা বেগম সহ ৩ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তায়েবার চাচি আয়েশাসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আয়েশা ১নং সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত। সে সখিপুর ইউনিয়নের ছৈয়াল কান্দি গ্রামের বাসিন্দা শাহান সরদারের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আয়েশা বেগমের সাথে আপন দেবর টিটু সরদারের পরিবারের সাথে পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জ্বেরেই গত ২৪ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় মাদ্রাসা পড়ুয়া ৬ বছরের শিশু তায়েবা। পরদিন গত শুক্রবার দুপুরে টিটু সরদারের মেয়ে তায়েবার লাশ পাশের বাড়ির মেজবাহ উদ্দিন মোল্যাে সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহ ভাজন হিসেবে আয়শা বেগম, বিল্লাল মোল্লা ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে তায়েবার বাবা টিটু সরদার মামলা করা পর আয়েশা বেগমকসহ তিনজনকে গ্রেফতার করা শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক বলেন, “শিশু তায়েবা হত্যার ঘটনায় আয়েশা বেগমের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। টিটু সরদার মামলা করেছেন। আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।” আর আয়েশা সহ তিনজনকেই বিকালে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএইচ