ঝাড়ু হাতে সড়কে সিলেটের ডিসি

বিশ্ব পরিবেশ দিবসে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে নিজেই সড়কে নামলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় ক্বীন ব্রিজ এলাকা পরিষ্কারে নামেন জেলা প্রশাসক সারওয়ার আলম। সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডিসি সারওয়ার শুধু নির্দেশনা দেননি বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানান, ‘এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।’
এ সময় তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনামুক্ত, সুন্দর সড়ক আর সেতু আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করেন, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখেন, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।’
জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরাও এ সময় পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন।
সদ্য সংবাদ/এসএইচ