জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গোসাইরহাটে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর গোসাইরহাট উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোসাইরহাট উপজেলা সরকারি শামসুর রহমান কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ন্যাশনাল ব্যাংক এর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোসাইরহাট উপজেলা শাখার আমির বেলায়েত হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা আমির ইঞ্জিনিয়ার আবু তাহের এর সঞ্চনলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা কর্মপরিষদ সদস্য সৈয়দ মাওলানা মো, নাছির উদ্দিন।
সমাবেশে শরীয়তপুর জেলা শূরা কর্মপরিষদ সদস্য সৈয়দ মাওলানা মো নাছির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
সদ্য সংবাদ/এসএইচ