বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়

কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়
ছবি: সদ্য সংবাদ

শরতের আগমনী বার্তা নিয়ে সাদা কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র নদীর পাড়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ আর পথচারীরা।

চারদিকে দোলা দিচ্ছে সাদা কাশফুল, যেন সাদা মেঘের সারি নেমে এসেছে নদীর তীরে। নীরব বাতাসে কাশফুলের দোলায় সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। শরতের এই কাশবন শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, স্থানীয় ফটোগ্রাফার ও তরুণ-তরুণীদেরও টেনে নিচ্ছে।

অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনে ঘুরতে আসছেন এখানে। কাশফুলের এই মায়াবী দৃশ্য দেখে সবাই মুগ্ধ হচ্ছেন। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে শরতের এক বিশেষ আকর্ষণ।

বর্ষার পর পরই যেন লুকিয়ে আসে শরৎ। কর্মব্যস্ত শহরে জীবনে দম ফেলার ফুসরত সময় নেই কারো। যান্ত্রিক জীবনের কোলাহল ফেলে একান্তই একটু সুন্দর  সময় কাটাতে চায় অনেকে।

ভাদ্র-আশ্বিনের প্রকৃতিতে শরৎ আকাশজুড়ে নরম সাদা মেঘের ভেলা হয়ে ঘুরে বেড়ায় পালতোলা নৌকার মতো, হেমন্তের কার্তিকেও শরতের রেশটুকু যেন শেষ হতে চায় না।ঠিক তেমনি শরৎ এর কাশফুলের সময়টুকুও প্রকৃতিপ্রেমী মানুষের মন থেকে শেষ হতে চায় না।বছর ঘুরে এই মাসটির জন্য অপেক্ষার প্রহর তারা গুনে যায়।