বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে সড়ক ভাঙন: শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকদের নিত্য দুর্ভোগ

কুড়িগ্রামে সড়ক ভাঙন: শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকদের নিত্য দুর্ভোগ
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুটি পাড়ায় নদী তীরবর্তী প্রায় চার কিলোমিটার সড়কের দুই কিলোমিটার অংশে ভয়াবহ ভাঙন ও ধস দেখা দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ অন্তত ১০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্ষা মৌসুমে বারবার ধসে পড়ায় সড়কটি বছরের অধিকাংশ সময়ই অচল থাকে। মেরামতের নামে সাময়িকভাবে মাটি ফেললেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো পার হয়ে স্কুলে যেতে হয়। এতে দুর্ঘটনার শঙ্কা যেমন থাকে, তেমনি পড়ালেখাতেও ব্যাঘাত ঘটছে। কৃষকরাও ধান, পাট, শাকসবজি বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

দ্যা রেড জুলাই আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ জয় বলেন, এই সড়কের দুরবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। অতি দ্রুত সংস্কার না হলে এ অঞ্চলের মানুষ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজসহ সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ইউনিয়নের একার পক্ষে এ সড়ক সংস্কার করা সম্ভব নয়। নদীর ধারে হওয়ায় অল্প বৃষ্টিতেই ভেঙে যায়। উপজেলা প্রশাসন বা এলজিইডি উদ্যোগ নিলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, সড়কটির বিষয়ে আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সড়কের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।