পরিত্যক্ত মুরগির খামারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে কাওয়সার সরদার (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জয়ার আমবাড়ি এলাকার বাড়ির পশ্চিম পাশে একটি পরিত্যক্ত টিনের দোচালা মুরগির খামারের চালের কাঠের রুয়ার সঙ্গে নিজের ব্যবহৃত গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন কাওয়সার। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার চাচাতো চাচা প্রথমে বিষয়টি দেখতে পান। পরে তিনি বাড়ির লোকজনকে জানালে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি নামিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে।
নিহত কাওয়সার সরদারের বাবা দেলোয়ার সরদার জানান, তার ছেলে নেশাগ্রস্ত ছিল। সম্প্রতি সে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে তার এক ভাই ইতালিতে ও আরেক ভাই সৌদি আরবে অবস্থান করছে।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ব্যবহৃত গামছা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।