বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা দামের একটি কষ্টিপাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধারসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বেনিদুয়ার এলাকায় একটি অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সদস্য মামদুল ইসলাম (৪৫) ও তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে একটি কালো কষ্টিপাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়েছে। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি।

র‌্যাব জানায়, আটককৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে এসব মূর্তি সংগ্রহ করে সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তি ও আটক আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

সর্বশেষ