বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ২৫ আগস্ট ২০২৫

ঘুষকাণ্ডে পটুয়াখালীতে পিপির নিয়োগ বাতিল

ঘুষকাণ্ডে পটুয়াখালীতে পিপির নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

আইন মন্ত্রণালয় পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল করেছে। রোববার (২৪ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল করা হলো এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, গত শনিবার মো. রুহুল আমিনের বিরুদ্ধে একজন বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বাংলাদেশ বার কাউন্সিল তার আইনজীবী সনদ স্থগিত করে।

জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে রোকন পদ থেকে বহিষ্কার করেছিল।