‘খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, “গ্রামবাংলার মা-বোনদের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ১৯৯১ সালে ক্ষমতায় এসে তিনি মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেন, উপবৃত্তি চালু করেন। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রামীণ নারীদের জীবনে পরিবর্তন আনে। সে কারণেই তিনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান সফল হয়। সেই সময় সেনাবাহিনী চাইলে ক্ষমতা নিতে পারত, কিন্তু নেয়নি, কারণ তারা মুক্তিযুদ্ধের সেনাবাহিনী।”
বুলু দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকা সম্ভব হয়নি যদি না প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল বাতিল করে নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ করে দিতেন। তিনি বলেন, “আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের ফসল। সে সময় মালেক উকিলের আবেদনে সাড়া না দিলে আজ আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না।”
বিএনপির এই নেতা বলেন, “ভূ-রাজনৈতিক কারণে দেশে-বিদেশে অনেক শক্তিই বিএনপির বিরুদ্ধে। অনেক ‘ঈগল পাখির চোখ’ এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সেই চোখ উপেক্ষা করে দেশ রক্ষা করতে হলে বিএনপির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে মানে না, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকারও নেই, রাজনীতি করার অধিকারও নেই।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা সদস্যসচিব আশিকুর মাহমুদ ওয়াসিম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।