ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এসআই প্রত্যাহার

চট্টগ্রামের আদালতের নারী ও শিশু শাখায় দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) শাহিন ভূঁইয়া নামের ওই এসআইকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি মূলত ঈদুল আজহার আগে ধারণ করা হলেও শুক্রবার ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন রাতে জানান, ঘুষ গ্রহণের অভিযোগে এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩২ সেকেন্ড দীর্ঘ ভিডিওটিতে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার দপ্তরে চেয়ারে বসে আছেন এসআই শাহিন। এসময় এক আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে তার হাতে দেন। টাকাগুলো গুনে তিনি নিজের কাছে রেখে দেন।