সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ কারণে লাগা আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেআহতদের সবাইকে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আসমা বেগম (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ভোরে হাসপাতালে নয়জন দগ্ধকে আনা হয়েছে।
তিনি বলেন, তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, আসমার ৪৮ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ এবং এক মাস বয়সি ইমামের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তবে তাদের মধ্য একমাত্র তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।