বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ২২ আগস্ট ২০২৫

কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে সাবেক সমন্বয়ক নূর মোহাম্মদের বিরুদ্ধে এক ২১ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী তরুণী এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলা সমন্বয়ক ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নূর মোহাম্মদ ভুক্তভোগীর সঙ্গে পরিচয়ের পর থেকে বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাবও দিতেন।

গত ১৬ জুলাই দুপুরে নূর মোহাম্মদ তরুণীকে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তোলেন। সেখানে তাকে কোমল পানীয় পান করান, যার ফলে কিছুক্ষণ পর ভুক্তভোগী জ্ঞান হারান। এরপর তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে নূর মোহাম্মদ তাকে মাইক্রোবাসে বাড়ির সামনে রেখে চলে যান।

ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দাখিল করার পর আদালতে মামলা করা হয়।

অভিযুক্ত নূর মোহাম্মদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, কারণ তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

সম্পর্কিত বিষয়: