রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১১:০২, ২১ আগস্ট ২০২৫

সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৬

সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বাস ও ১১টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে যায়। একই সঙ্গে স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হন। তাদের দ্রুত সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্টেশনে। এতে আশপাশে গ্যাস নিতে আসা অটোরিকশাগুলোও আগুনে ভস্মীভূত হয়। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিনতলার একটি ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে উঠে দেখি চারদিকে আগুন। প্রাণ বাঁচাতে আমরা তিনজন ওপর থেকে লাফ দিই। তখনই জানতে পারি, বাসে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছে।’

এদিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১০টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও পুরো স্টেশন পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

সর্বশেষ