বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১২:১৪, ২০ আগস্ট ২০২৫

‘হেল্প, হেল্প’ চিৎকার, শিক্ষক কাছে গেলে ছুরি চালাল কিশোরী

‘হেল্প, হেল্প’ চিৎকার, শিক্ষক কাছে গেলে ছুরি চালাল কিশোরী
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় মারুফ কারখী (৩৪) নামে এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে এক ছাত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

আহত মারুফ কারখী ওই প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। হামলায় তার ঘাড় ও হাতে জখম হয়। পরে তাঁকে দ্রুত রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তিনটি সেলাই দেওয়া হয় এবং পরে বাসায় পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, দুই বছর আগে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ মেয়েটিকে ওই স্কুল থেকে টিসি দেওয়া হয়েছিল। বর্তমানে সে অন্য একটি স্কুলে পড়াশোনা করছে। স্কুলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, টিসি দেওয়ার কারণে শিক্ষার্থীর ক্ষোভ ছিল স্কুল কর্তৃপক্ষের প্রতি। যে কারও ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। দুর্ভাগ্যবশত ওই সময় শিক্ষক মারুফ কারখী তার শিকার হন।

ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ স্কুটি নিয়ে বের হন। এসময় ছাত্রীটি ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। শিক্ষক তার কাছে গেলে হঠাৎ ছুরি দিয়ে গলা লক্ষ্য করে হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে মারুফের হাত ও ঘাড়ে আঘাত লাগে। স্থানীয়রা ছাত্রীটিকে আটকে রেখে পরে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার পর ওই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে আনা হয়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনজন স্টাফ অভিভাবকের হাতে মেয়েটিকে তুলে দিয়ে আসেন। এ নিয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রীটি অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আব্দুল্লাহ গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। তারা জানিয়েছে, বিষয়টি নিজেরাই সমাধান করবে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
 

সর্বশেষ