ট্রলার-বুলড্রেজার সংঘর্ষে নিখোঁজের ৪০ ঘণ্টা পর যাত্রীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে ট্রলার ও বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজের ৪০ ঘণ্টা পর আশরাফ উদ্দিন (৪৪) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নবীনগরের জয়নগর এলাকায় লাশ ভেসে উঠলে সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ তা উদ্ধার করে।
নিহত আশরাফ উদ্দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০ আগস্ট সন্ধ্যায় সোনারগাঁও থেকে গণিশাহ মাজারে যাওয়ার পথে দড়াভাঙ্গা এলাকায় যাত্রীবাহী ট্রলারটি একটি বুলড্রেজারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এতে আশরাফ উদ্দিন নিখোঁজ হন।
সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।