ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাজনিম জ্যোতির (৩২) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপট্টি এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রোববার (২৭ জুলাই) বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার দেখাতে যান জ্যোতি। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেলে একটি খোলা ম্যানহোলে পড়ে তলিয়ে যান তিনি।
নিহত জ্যোতি ‘মনি ট্রেডিং কর্পোরেশন’-এ ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, “দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বর্ষণে সম্পূর্ণভাবে পানিতে ডুবে গিয়েছিল। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। বিল থেকে মৃত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”