গাজীপুরে ১০ দফা দাবিতে সড়ক অবরোধ, পুলিশের টিয়ার গ্যাসে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার নয়নপুর এলাকায় দুই ঘণ্টা অবরোধে উভয়পাশে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টসহ এরিয়ার বিল ১ আগস্টের মধ্যে পরিশোধ, যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও অযোগ্যদের অপসারণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, সিভিলদের ন্যূনতম হাজিরা ৫০০ টাকা, ১৫০০ টাকা হাজিরা বোনাস, পুরোনো সুযোগ-সুবিধা পুনরায় চালু এবং ভারতীয় কর্মকর্তাদের অপসারণ।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা সরতে না চাইলে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছাড়ানোর চেষ্টা করা হয়, পরে তারা সরলে যানবাহন চলাচল শুরু হয়।”
কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, “শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক হলেও অনেকগুলো দাবি অযৌক্তিক। আলোচনা চলছে, তবে শ্রমিকরা সময় না দিয়ে হঠাৎ সড়কে অবস্থান নেয়।”
শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, “পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক।”