বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩১, ২৭ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কেয়ার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কেয়ার পদত্যাগ
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

ফেসবুক পোস্টে কেয়া লেখেন, “গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। তাই আজ থেকে এই প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও লিখেন, “যার জন্য করলাম চুরি, সেই বলে চোর—এই কথার বাস্তবতা আজ আমার ক্ষেত্রেও প্রযোজ্য হলো। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কর্মী ছিলাম, তবে আজকের পর থেকে আর নই।”

কের অভিযোগ, সম্প্রতি কুমিল্লা টাউনহলে এনসিপির পদযাত্রায় যে আওয়ামী লীগপন্থীরা সামনে ছিলেন, তারাই একসময় এই আন্দোলনে বাধা দিয়েছিলেন। বিষয়টি আন্দোলনের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। তবে দেশের স্বার্থে সবসময় লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

রোববার (২৭ জুলাই) লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণাও দিয়েছেন কেয়া।

সর্বশেষ