শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯, ২০ জুলাই ২০২৫

স্বামীকে চিঠি, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামীকে চিঠি,  প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের জালালউদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোমানা বেগম (২৫) বাইচাইল গ্রামের সৌদি প্রবাসী মো. বারণ আলীর স্ত্রী এবং নয়াচর গ্রামের মো. জালালউদ্দিনের মেয়ে।

লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ, যেখানে আত্মহত্যার পেছনে দায়ী হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন রোমানা। চিরকুটে তিনি লেখেন, স্বামী বারণ আলীর কাছে তাকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্রের মাধ্যমে তার সামাজিক মর্যাদা নষ্ট করা হয়েছে। চিঠিতে তিনি আনোয়ার, নুরনবী ও নারগিসকে মৃত্যুর জন্য দায়ী করেন।

চিঠির ভাষ্য অনুযায়ী, ‘আমার মরার জন্য দায়ী থাকবো আনোয়ার, নুরনবী ও নারগিস। যার কারণে আমি এ পৃথিবী ছাড়তে বাধ্য হলাম।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানায় স্থানীয়রা।

নিহত রোমানার বড় বোন অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে দেবর নুরনবী ও আনোয়ারের নির্যাতনের কারণে আত্মহত্যায় বাধ্য হয়েছেন তার বোন। তিনি সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মজিবর জানান, কয়েক বছর আগে রোমানার সঙ্গে বারণের বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না। বারণ এর আগেও একবার বিয়ে করেছিলেন, তবে সেই স্ত্রী চলে যান।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকুটে যাদের নাম রয়েছে, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।