এসএসসিতে ১,২৩০ নম্বর পেয়ে নজর কাড়লো নাগেশ্বরীর তুশিন
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১,৩০০ নম্বরের মধ্যে ১,২৩০ পেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিক্ষা অঙ্গনে চমক সৃষ্টি করেছে তাসফিয়া তাইমুম তুশিন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এই অসাধারণ ফলাফল অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে।
তুশিন নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ব্যাপারীটারী গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ও রাশেদা পারভীন দম্পতির মেয়ে। বাবা তাজুল ইসলাম গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা রাশেদা পারভীন একজন গৃহিণী।
ফলাফল সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে তুশিন বলে, ‘প্রথমে শুধু জানতাম জিপিএ-৫ পেয়েছি। পরে যখন শুনি আমি উপজেলায় দ্বিতীয় হয়েছি, তখন সত্যিই আনন্দে আপ্লুত হয়ে যাই। এই ফলাফল শুধু আমার একার নয়—বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং ভালোবাসায় এটি সম্ভব হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তুশিনের বাবা তাজুল ইসলাম বলেন, ‘সে নিয়মিত পড়াশোনা করেছে, শিক্ষকদের নির্দেশনা মেনে চলেছে। শিক্ষকদের আন্তরিকতা এবং মেয়ের পরিশ্রম এই দুইয়ের সম্মিলনেই এই সাফল্য এসেছে। আমরা সত্যিই আনন্দিত।’
তুশিনের মা রাশেদা পারভীন বলেন, ‘মেয়ের এমন সাফল্যে আমি গর্বিত। মনে হচ্ছে যেন আমি নিজেই এমন ভালো রেজাল্ট করেছি। ওর জন্য সবার দোয়া চাই।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, ‘এই বছর আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তুশিন। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও ভালো করবে এবং আমাদের গর্বিত করবে।’



























