২০ শতাংশ বনভূমি নিশ্চিত করতে সুপরিকল্পিত কর্মসূচি ঘোষণা

বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করতে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বন ভবনে বন বিভাগের উন্নয়ন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বনভূমির পরিমাণ বাড়াতে দেশের নদ-নদীর জেগে ওঠা নতুন চর, উপকূলীয় এলাকা ও পতিত জমিতে বন সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বন কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বনাঞ্চল সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বন বিভাগকে স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। এতে কর্মীরা নিয়ম মেনে উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকতে পারবেন।
বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্যাপটিভ হাতির জন্য বিশেষ অরফানেজ স্থাপন করা হবে।
তিনি আরও জানান, মধুপুর এলাকায় কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে পূর্বাচলে একটি অত্যাধুনিক নেচার লার্নিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “আমাদের বন শুধু গাছের সমষ্টি নয়—এটি আমাদের জীবনের রক্ষা-কবচ। বনভূমি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।