ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার গুজবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নির্ধারিত তল্লাশি শেষে উড়োজাহাজে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকারক বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঠিক তার আগ মুহূর্তে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে বিমানটিতে বোমা থাকার হুমকি আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। যাত্রীদের তাৎক্ষণিকভাবে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং উড়োজাহাজে শুরু হয় তল্লাশি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, বোমা থাকার বার্তাটি পাওয়ার পর যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। তল্লাশি টিমের সবুজ সংকেত পাওয়ার পরই বিমানটি কাঠমান্ডুর উদ্দেশে আবার রওনা দেবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হুমকির পর পরই বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বোম্ব ডিসপোজাল ইউনিট, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সব যাত্রী নিরাপদে আছেন। বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তল্লাশি শেষ পর্যায়ে রয়েছে।’