কোচিং নির্ভরতায় এসএসসিতে ভালো ফলাফল!

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠেছে মিলনায়তন। চোখেমুখে খুশির ঝিলিক নিয়ে শিক্ষার্থীরা জড়িয়ে ধরছে মা-বাবাকে, কেউ কেউ ড্রাম বাজিয়ে, ছবি তুলে, নেচে-গেয়ে উদযাপন করেছে এই বিশেষ দিনটি।
ফল হাতে পেয়েই মাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী মালিহা আক্তার। একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালো হয়েছে। ধানমন্ডিতে কেন্দ্র ছিল, জিপিএ-৫ পেয়েছি। কয়েকদিন টানা দুশ্চিন্তায় ছিলাম, আজ যেন স্বস্তি পেলাম।”
ভিকারুননিসার মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এবং জানান, শিক্ষার্থীদের সাফল্যে তিনি গর্বিত।
তবে সকাল থেকে রাজধানীতে চলা বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। অনেকেই বাসায় বসেই ফলাফল দেখে ফেলেছেন।
শুধু নিজের পরিশ্রম নয়, শিক্ষার্থীরা ভালো ফলের কৃতিত্ব দিচ্ছেন পরিবার ও কোচিং শিক্ষকদেরও। মালিহা যেমন বলছেন, “ক্লাসের পাশাপাশি কোচিংটা কাজে দিয়েছে।” নাবিস্কো এলাকার একটি কোচিং সেন্টারে পড়েছেন তিনি।
আরেক শিক্ষার্থী মুনতাহা চৌধুরী বলেন, “ভালো ফলাফলের জন্য মা-বাবা, দাদির দোয়া আর শিক্ষকদের সাপোর্ট পেয়েছি।” তার মা ফরিদা ইয়াসমীন বলছিলেন, “ফল প্রকাশের আগের রাতে টেনশনে ছিলাম, তবে জানতাম মেয়ে ভালো করবে।”
মগবাজারের বাসিন্দা পারভীন ইসলাম বলেন, “আমার মেয়ে আদিবা ইসলাম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। শুনেছিলাম এবার খাতা কঠিনভাবে দেখা হবে, তাই ভয় পেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, শ্রমের ফল পেয়েছি।”
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। পাস করেছে ২ হাজার ৬১ জন, পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৬ জন শিক্ষার্থী, যা মোট পাসকৃত শিক্ষার্থীর ৬৪ দশমিক ৩৪ শতাংশ।
এবারের এসএসসি পরীক্ষাই ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশের প্রথম পাবলিক পরীক্ষা। এতে অংশ নেয় প্রায় ১৯ লাখ ৪ হাজার শিক্ষার্থী, পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম—৬৮ দশমিক ৪৫ শতাংশ।
পূর্ণাঙ্গ জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা মোট পাসকৃত শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ। এই বছর পাসের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে, আর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে প্রায় ৪৪ হাজার।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম