বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের অর্ধশত নেতাকর্মী আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের অর্ধশত নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার  দুপুর ২টায় পান্থপথের পানিভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে ২১ জনকে ধরেছে এনসিপির নেতাকর্মীরা

‎বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ‘আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি আটক করেছি। অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।’ 

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ