জেনেভা ক্যাম্পে অভিযানে গ্রেফতার ৪০, মাদক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য।
অভিযানে তাদের কাছ থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইবনে মিজান বলেন, “এটি মোহাম্মদপুর থানার একটি আলোচিত স্থান। যেখানে নিয়মিতভাবে অপরাধ সংগঠিত হয়ে থাকে। মাদকের বিস্তারের জন্যও এলাকাটি পরিচিত।”
তিনি আরো বলেন, “এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।গ্রেপ্তারকারীদের জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম উঠে এসেছে। তারা অনেক তথ্যই দিয়েছে, পরবর্তী অভিযানের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাচ্ছি না।”
জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ ক্রিমিনাল জাস্টিসের একটা পার্ট। আসামি গ্রেপ্তার, তদন্ত প্রক্রিয়া আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে থাকি। বাকি যে অংশটুকু আছে, সেটি অন্য সংস্থা করে থাকে। সেখানে আমাদের কোনো হাত নেই। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা সমিচীন হবে না।”