মহাখালীতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই জসিম গ্রেপ্তার

রাজধানীর মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
গত ১৮ আগস্ট মহাখালী টিবি গেইট এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে একটি ওষুধের দোকানে তাণ্ডব চালিয়ে ১০ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে টাকা আদায় করছেন। তদন্তে জানা যায়, ওই ব্যক্তি জসিম উদ্দিন, পেশায় পানি ব্যবসায়ী হলেও সাম্প্রতিক সময়ে নিজেকে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত করে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।
র্যাব জানায়, জসিমের বিরুদ্ধে অতীতে হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি মহাখালী ও বনানী এলাকায় একাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। তার কোনও রাজনৈতিক পদ-পদবি না থাকলেও দলীয় প্রভাব খাটানোর চেষ্টা ছিল স্পষ্ট।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে, পাশাপাশি অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের তৎপরতা চলছে।