শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ৯ জুলাই ২০২৫

ডিএসইতে শেয়ার দর কমার ধারা জোরালো 

ডিএসইতে শেয়ার দর কমার ধারা জোরালো 

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৭৮টির শেয়ার দর কমেছে। সবচেয়ে বেশি দর পতন হয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ারে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮.১৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকার শীর্ষে রয়েছে।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার, যার শেয়ার দর কমেছে ৯০ পয়সা বা ৬.০৮ শতাংশ। আর এক্সপ্রেস ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৩.৭০ শতাংশ হারে, যা পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

অন্যান্য কোম্পানির মধ্যে দেশ গার্মেন্টসের দর ৩.৩৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৩.২৮ শতাংশ, ফার্স্ট ফাইনান্সের ৩.২৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৯৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৭০ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২.৪১ শতাংশ এবং তোশরিফা ইন্ডাস্ট্রিজের ২.৩৯ শতাংশ দর কমেছে। এই ধারাবাহিক দর পতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বিরাজ করছে।