শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৩৪, ৯ অক্টোবর ২০২৫

এলডিসি পরবর্তী চ্যালেঞ্জে প্রস্তুতির আহ্বান

এলডিসি পরবর্তী চ্যালেঞ্জে প্রস্তুতির আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে বৈঠক করেছে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার ও নিজাম উদ্দিন রাজেশ, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (নয়ন) এবং বাংলাদেশ সুপার মার্কেটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এ পরিবর্তনের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই প্রেক্ষাপটে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার, বেসরকারি খাতের স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করে ব্যবসায়ী প্রতিনিধিরা।

সুপারিশগুলোর মধ্যে ছিল ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পুনর্গঠনে সহায়তা প্রদানকারী নীতি কমিটির মেয়াদ বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং জটিলতা দ্রুত সমাধানে বাংলাদেশ ব্যাংকে ‘পয়েন্ট অব কন্টাক্ট’ স্থাপন, সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, রপ্তানি উন্নয়ন তহবিলের পরিধি বৃদ্ধি ও সুদের হার হ্রাস, এবং এসএমই খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগ সৃষ্টি করা।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।