কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে ২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দুর্গোৎসব উপলক্ষে বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম চালু হবে না। ফলে কার্যত ৭ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সাত দিনের ছুটি থাকায় পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম কিছুটা ব্যাহত হবে। তবে ধর্মীয় উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে এই সিদ্ধান্তকে তারা স্বাভাবিক হিসেবেই দেখছেন।