বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিনা ঘোষণায় খোলা তেলের দাম বৃদ্ধি!

বিনা ঘোষণায় খোলা তেলের দাম বৃদ্ধি!
ছবি: সংগৃহীত

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন এখনো আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানোর ঘোষণার বাজারে খোলা তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত তিন-চার দিনে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপ্রতি গড়ে পাঁচ টাকা।

ঢাকার কাচা বাজারগুলোতে সরেজমিনে দেখা যায়, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকায়, যা আগে ছিল ১৬৮-১৬৯ টাকা। সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, চার দিন আগেও যার দাম ছিল ১৫০ টাকা।

পাইকারি বাজারেও তেলের দাম উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেলের এক ড্রাম (২০৪ লিটার) কয়েক দিনের ব্যবধানে ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। সুপার পাম অয়েলের দামও ২৯ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকা। ফলে খুচরা বাজারেও সরাসরি চাপ পড়েছে।

এদিকে বোতলজাত সয়াবিন তেলের খুচরা দাম এখনো অপরিবর্তিত থাকলেও পাইকারি বাজারে দাম বেড়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টন (২০ লিটার) আগের তুলনায় ৫০–৬০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সরকার গত ৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং সুপার পাম অয়েল ১৫০ টাকা ঠিক করে দিয়েছে। কিন্তু বাস্তবে বাজারে খোলা তেলের দাম ইতোমধ্যেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ