ব্লক মার্কেটে শীর্ষে তৌফিকা ফুডস

বিদায়ী সপ্তাহে (২৯ জুন থেকে ৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেনকারী কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটি এককভাবে ব্লক মার্কেটে লেনদেন করেছে ১১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৭৩ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, এবি ব্যাংক, রেনেটা পিএলসি এবং আলহাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড।