বাধ্যতামূলক ছুটির পরও অফিস করছেন বিএফআইইউ শাহীনুল

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন সরকার।
আজ বুধবারস (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সদ্য সংবাদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে।
গভর্নর বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম ছুটিতে থাকবেন। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে।’ এদিকে বিএফআইইউ শাহীনুল আজ বুধবার অফিস করছেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তোজনা তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর একটি স্মরক লিপি দেয় অবিলম্বে বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে।
প্রসঙ্গত, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহীনুলের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। তিনি প্রথমে ভুয়া বলে দাবি করলেও ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেছে ভিডিওটির ঘটনা সত্য। এছাড়াও, বিতর্কিত পরিবহণ নেতা ও ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহকে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলন করে দেন তিনি। এসকল বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।