হালদার পানি বিপৎসীমার পথে, বন্যার আশঙ্কা
ফেনীর মুহুরি ও সেলোনিয়ার পর এবার চট্টগ্রামের হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।