রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শিশু নিহত

শিশু নিহত

ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ১৮ হাজার ৮৮৫ জন শিশু। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গাজায় শিশুদের জন্য কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের ঘাটতি চরম আকার ধারণ করায় ক্ষুধা ভয়াবহ রূপ নিয়েছে। লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিলেও সেগুলোও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।