তিন মাস বেতন বন্ধ, অস্থায়ী শ্রমিকদের রেল ভবন ঘেরাও
টানা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রেলভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) শ্রমিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তারা রেলভবনের সামনে অবস্থান করা শুরু করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বেতন না পাওয়ায় অনেকেই একবেলা খেয়ে দুই বেলা উপোস থাকছেন। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের।