মাফিয়া পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিল চীন
কুখ্যাত মিং পরিবারের ১১ জন সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে চীনের একটি আদালত। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা মিয়ানমারের লাউকাই শহরে জালিয়াতি ও অপরাধচক্র পরিচালনা করত। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই রায়ে মোট ৩৯ জনকে দণ্ডিত করা হয়। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড, আরও পাঁচজনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং বাকিদের পাঁচ থেকে ২৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।