জুমার মাহাত্ম্য ও তাৎপর্য: সাপ্তাহিক ঈদের দিন
ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা এবং তার পূর্ববর্তী রাত ও দিন অপরিসীম গুরুত্ব বহন করে। জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসেবে অভিহিত করা হয়েছে, কারণ এ দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার সমতুল্য। ইসলামী ইতিহাসেও এই দিনে নানা মহৎ ও গৌরবময় ঘটনা সংঘটিত হয়েছে।