৫৩ বছর পর চাঁদের পথে নাসার নভোচারী
৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে মানুষ পাঠাতে যাচ্ছে নাসা। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ এর পর এই প্রথম কোনো নভোচারী পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পা রাখবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে আর্টেমিস-২ মিশন, যেখানে চার নভোচারী—আমেরিকান রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন দশদিনের এক বিশেষ অভিযানে অংশ নেবেন। তবে এইবারের লক্ষ্য সরাসরি অবতরণ নয়, বরং ভবিষ্যতের চন্দ্রাভিযান নির্বিঘ্ন করতে রকেট-মহাকাশযান এবং ডকিং-সংক্রান্ত নানা ব্যবস্থা পরীক্ষা করা।