ভুয়া চাকরির ফাঁদে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১
সরকারি চাকরির লোভ দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সিআইডির হাতে ধরা পড়লেন এজাহারনামীয় আসামি গোলাম আহমেদ সাব্বির (৫৭)। সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে সিআইডি রংপুর মেট্রো ও জেলা পুলিশের একটি টিম, স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া শাখার পুলিশ সুপার জসীম উদ্দিন খান।