সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মধ্যরাতে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপি গোয়েন্দা শাখার যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ‘সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।‘
মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।‘