বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ২৫ আগস্ট ২০২৫

ভুয়া চাকরির ফাঁদে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

ভুয়া চাকরির ফাঁদে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

সরকারি চাকরির লোভ দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সিআইডির হাতে ধরা পড়লেন এজাহারনামীয় আসামি গোলাম আহমেদ সাব্বির (৫৭)।

সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে সিআইডি রংপুর মেট্রো ও জেলা পুলিশের একটি টিম, স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে।  অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া শাখার পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

অভিযুক্ত সাব্বির নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি দেওয়ার আশ্বাস দেন। তার প্রলোভনে পড়ে মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলী মিলে মোট ৪০ লাখ টাকা দেন। এর মধ্যে ১৫ লাখ ১০ হাজার টাকা নগদে এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা আল-আরাফা ইসলামী ব্যাংকে সাব্বিরের একাউন্টে জমা দেওয়া হয়। টাকা হাতিয়ে নেওয়ার পর তিনি ভুক্তভোগীদের হাতে জাল নিয়োগপত্র তুলে দেন। এতে আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগ দিতে গেলে নিয়োগপত্র ভুয়া প্রমাণিত হয়।

প্রতারণার শিকার হয়ে তারা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় মামলা করেন (এফআইআর নং-২৪, তারিখ-১১ জানুয়ারি ২০২২, জি.আর নং-৬৮১/২২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০)।

পুলিশ জানিয়েছে, সাব্বিরের কোনো স্থায়ী ঠিকানা নেই। তার পূর্বপুরুষের বাড়ি ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে, তবে প্রায় তিন দশক আগে পরিবার নিয়ে সেখান থেকে সরে যান তিনি। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক ছিলেন এবং নিয়মিত ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। অবশেষে বিশেষ অভিযানে সিআইডি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ