তিস্তা নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকেই নদীর পানি বাড়ছে এবং শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ৮৯টি চরের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।