কারাগারে পৃথক ওয়াশরুম চাচ্ছেন সালমান, নীরব আমু-আনিসুল
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই নির্মিত হয়েছে একটি বিশেষ কেন্দ্রীয় কারাগার, যার উদ্দেশ্য ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে সেখানে রয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কারাগারের ভাষায় তারা ‘বিশেষ বন্দি’ বা ভিআইপি।