বন্ধ হচ্ছে মণিহার সিনেমা হল!
দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের ঐতিহ্যবাহী `মণিহার` এখন বন্ধ হওয়ার শঙ্কায়। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল মণিহার প্রেক্ষাগৃহে সারা বছর দর্শকের ভিড় লেগেই থাকত। কিন্তু এখন ঈদ মৌসুম ছাড়া দর্শক নেই বললেই চলে। ফলে লোকসান সামলাতে হিমশিম খেতে হচ্ছে মালিকপক্ষকে।