সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় রমনা থানা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, আদালতের নির্দেশে মামলার তদন্ত চলছে। এ কারণে আসামিরা যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।