শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ

সদ্য সংবাদ

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। হাতিরঝিলে বিস্ফোরণের একটি ঘটনায় সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে ঘটনাগুলোর কোনোটি থেকেই হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার সামনে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, বিস্ফোরণে কেউ আহত না হলেও ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল দগ্ধ হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে।

রাঙামাটির কোতয়ালী থানায় এক মাসে গ্রেফতার ১২০

রাঙামাটির কোতয়ালী থানায় এক মাসে গ্রেফতার ১২০

পর্যটননগরী রাঙামাটিতে সামাজিক অপরাধ দমনে নানামুখী অভিযান পরিচালনা করছে কোতোয়ালী থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন, মাদক সেবন, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এর অংশ হিসেবে গত এক মাসে অন্তত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে থানায় ১৫টি মামলা রুজু হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত এক মাসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৩ জন, নিয়মিত মামলায় ২১ জন, ওয়ারেন্ট তামিলে ১৩ জন, সাজাপ্রাপ্ত ৪ জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জনসহ মোট ১২০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।