জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল
অন্তর্বর্তী সরকারের জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো আদেশ কার্যকর করতে হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সাংবিধানিক ক্ষমতা রাখে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।